- আন্তর্জাতিক
- ইউক্রেনের লাভিভ বিমানবন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের লাভিভ বিমানবন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: বিবিসি
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে লাভিভ শহরের আন্তর্জাতিক বিমান বন্দরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলছে, কৃষ্ণ সাগর থেকে রাশিয়া ছয়টি ক্রুজ মিসাইল ছুঁড়েছিল।
তারা দাবি করছে, এর মধ্যে দুটি মিসাইল তারা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করতে সক্ষম হয়। এর মানে হলো চারটি মিসাইল লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে। খবর বিবিসির।
লাভিভের মেয়র আন্দ্রেই সাদোভি বলেছেন, রুশ মিসাইল লাভিভ আন্তর্জাতিক বিমান বন্দরের এয়ারক্রাফট মেইনটেনেন্স সেন্টারের ওপর আঘাত হানে। এখানে বিমানের মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। মিসাইল হামলায় এই ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
এই হামলার আগে লাভিভ শহরে অনেকক্ষণ ধরে বিমান হামলার সাইরেন বাজছিল। এর পরপরই বেশ কয়েকটি বিস্ফোরণে শব্দ শোনা যায়।
লাভিভ বিমানবন্দরটি ইউক্রেনের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। পোল্যান্ডের সীমান্ত থেকে এটি ৭০ কিলোমিটার দূরে।
মন্তব্য করুন