- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্রের ‘হুমকিতে’ রাশিয়াকে অস্ত্র না দেওয়ার কথা জানাল চীন
যুক্তরাষ্ট্রের ‘হুমকিতে’ রাশিয়াকে অস্ত্র না দেওয়ার কথা জানাল চীন

রাশিয়া চীনের কাছ থেকে অস্ত্র আর অর্থ সহায়তা চেয়েছে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এর পর চীনকে হুমকি দেওয়া হয়, যদি মস্কোকে সহায়তা দেয় বেইজিং তবে এ জন্য ভয়ংকর পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যে চীন সাফ জানিয়ে দিল, তারা রাশিয়াকে অস্ত্র সহায়তা দেবে না।
যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত রাশিয়াকে অস্ত্র সহায়তা না দেওয়ার বিষয়টি জানান। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে চীনা রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনে রাশিয়াকে সহায়তার জন্য চীন কোনো ধরনের অস্ত্র বা গোলাবারুদ পাঠাবে না এবং বেইজিং ‘সংকট নিরসনে উত্তেজনা কমাতে সব ধরনের চেষ্টা করবে’।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মস্কোকে অস্ত্র সহায়তা না দেওয়ার জন্য সতর্ক করে দেন বেইজিংকে। অন্যথায় ‘ভয়ংকর পরিণতি’র হুমকি দেওয়া হয়। এর পর ওয়াশিংটনে চীনা রাষ্ট্রদূত চিন গাংয়ের এ বক্তব্য এলো।
মস্কোকে অস্ত্র সহায়তা দেওয়ার জন্য চীন প্রস্তুত বলে যে খবর গত সপ্তাহে প্রকাশ পেয়েছে তাকে ‘গুজব’ বলে দাবি করছে বেইজিং। অপরদিকে চীন কোনোভাবেই ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার নিন্দা জানাতে রাজি নয়।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। অপরদিকে প্রতিরোধ অব্যাহত রেখেছে ইউক্রেনীয়রা।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাশিয়া হামলা চালানোর পর থেকে ইউক্রেনের ৯০২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৪৫৯ জন। যদিও সংখ্যাটি আরও বেশি হতে পারে। এ পর্যন্ত ৩৩ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। আর ৬৫ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।
মন্তব্য করুন