উত্তর-পূর্ব ইউক্রেনীয় শহর খারকিভের পরিস্থিতি এখন আরও ভয়াবহ। এখনও রুশ বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে রয়েছে শহরটি।

এরই ধারাবাহিকতায় দেশটির জরুরি পরিষেবা বিভাগ জানাচ্ছে, রাশিয়ার গোলাবর্ষণের ফলে শহরটির হাজার খানেক ভবন ধ্বংস হয়ে গেছে।

মঙ্গলবার বিবিসির লাইভ আপডেটে এ তথ্য দেওয়া হয়। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা (এসইসি) আরও জানায়, ধ্বংস হয়ে যাওয়া এসব ভবনের বেশির ভাগই আবাসিক।

বিবিসির প্রতিবেদন বলছে, রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ মাইল দূরে খারকিভ শহরটিতে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অব্যাহতভাবে গোলাবর্ষণ করছে রুশ বাহিনী। এতে শহরটির অন্তত ৫০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানাচ্ছেন ইউক্রেনের কর্মকর্তারা।