- আন্তর্জাতিক
- ইউক্রেনের জন্য ত্রাণবোঝাই ভ্যান চুরি হলো যুক্তরাজ্যে
ইউক্রেনের জন্য ত্রাণবোঝাই ভ্যান চুরি হলো যুক্তরাজ্যে

রেভ বার্নাড কোকার। ছবি: বিবিসি অনলাইন
ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয়দের সাহায্যের জন্য একটি ভ্যান আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্রে বোঝাই করা হয়েছিল। কিন্তু ত্রাণবোঝাই সেই ভ্যানটি যুক্তরাজ্যে চুরি হয়ে গেছে।
দাতব্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এইড ট্রাস্ট জানিয়েছে, তাদের ২০ হাজার ইউরো মূল্যের সাদা মার্সিডিজ ভ্যানটি ল্যাঙ্কাশায়ারের চোরলি এলাকার একটি গুদাম থেকে রোববার চুরি হয়েছে। খবর বিবিসি অনলাইনের।
ট্রাস্টটির প্রতিষ্ঠাতা রেভ বার্নাড কোকার বলেছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি ছোট ভ্যানে করে দুই ব্যক্তি এসে তিন মিনিটের মধ্যে আমাদের গাড়িটি নিয়ে চম্পট দিয়েছে।
তিনি বলেন, এতেও আমরা পরাজিত হচ্ছি না। ইউক্রেনমুখী ট্রাকগুলো বোঝাই করতে শত শত স্বেচ্ছাসেবী সাহায্য করছিল। দুই জন কেবল আমাদের একটি গাড়ি চুরি করেছে । এটি আসলে কষ্ট দেয়।
মন্তব্য করুন