ইউক্রেন যুদ্ধে প্রায় ১০ হাজার রুশ সেনা নিহত হয়েছে এমন একটি নিউজ প্রকাশিত হয় রাশিয়ান একটি পত্রিকার ওয়েবসাইটে। পরবর্তীতে পত্রিকাটি দাবি করে, হ্যাকাররা হ্যাক করে হতাহতের ওই পরিসংখ্যান প্রকাশ করেছিল। 

কমসোমলস্কায়া প্রভদা নামের ট্যাবলয়েড পত্রিকার ওই পরিসংখ্যানে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের বরাতে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধে প্রাথমিকভাবে ৯৮৬১ রুশ সেনা নিহত এবং ১৬১৫৩ সেনা আহত হয়েছে। যদিও অন্য কোনো সংবাদমাধ্যমে হতাহতের এই সংখ্যা প্রকাশিত হয়নি। খবর বিবিসি অনলাইনের। 

বিবিসি জানায়, ওই প্রতিবেদনটি পরবর্তীতে সরিয়ে ফেলা হয় এবং পত্রিকাটি একটি বিবৃবিতে দাবি করেছে, ওয়েবসাইট অ্যাডমিন ইন্টারফেস হ্যাক করা হয়েছে এবং একটি ভুয়া খবর সেখানে প্রকাশিত হয়েছিল। 

ইউক্রেন যুদ্ধে রুশ সেনা হতাহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রুশ সরকারের সর্বশেষ দাবি অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছে। তবে বিবিসির রাশিয়ান সার্ভিসের নিজস্ব তদন্তে ৫৫৭ জন রুশ সেনার নাম পাওয়া গেছে, যারা ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন। নিশ্চিত হওয়া যায়নি এমন হতাহতের তথ্য এই তদন্তে অন্তর্ভুক্ত করা হয়নি। 

এদিকে ইউক্রেন সরকারের দাবি, চলমান যুদ্ধে ১৪ হাজার রুশ সেনা নিহত হয়েছে। আর যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধে রুশ সেনা নিহতের সংখ্যা সাত হাজার জানায় এবং তা ‘পরিমিত অনুমান’ বলে মন্তব্য করে।  

উল্লেখ্য, মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ২৭ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এ ছাড়া ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ মস্কোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।