- আন্তর্জাতিক
- মেয়েকে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে কেটে নদীতে ভাসিয়ে দিলেন বাবা
মেয়েকে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে কেটে নদীতে ভাসিয়ে দিলেন বাবা

প্রতীকী ছবি
ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়েছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। সোমবার ভারতের মধ্য প্রদেশের খান্ডওয়া জেলায় অজনল নদী থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ওই ব্যক্তির নাম ত্রিলোকচাঁদ (৫৫)। তিনি খান্ডোয়ার জেলার সক্তপুর গ্রামের বাসিন্দা।
ভারথীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, খান্ডোয়ার সাব ডিভিশনাল অফিসার রাকেশ পেন্দ্রো জানিয়েছেন, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ত্রিলোকচাঁদের বিরুদ্ধে। তাঁকে শাস্তি দেওয়ার জন্য সুযোগ খুঁজছিলেন কিশোরীর বাবা এবং মামা। শনিবার তারা কৌশলে ত্রিলোকচাঁদকে বাইকে বসিয়ে অজলন নদীর ধারে নিয়ে যান। সেখানে তারা ত্রিলোকচাঁদের মাথা ও দেহ টুকরো করে নদীতে ফেলে দেন। ত্রিলোকচাঁদকে খুন করার জন্য মাছ কাটার বঁটি ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।
ইতোমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ও অভিযুক্তরা আত্মীয় বলেও জানা গেছে।
মন্তব্য করুন