- আন্তর্জাতিক
- আগে বা পরে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সঙ্গে বসতে হবে: ক্রেমলিন মুখপাত্র
আগে বা পরে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সঙ্গে বসতে হবে: ক্রেমলিন মুখপাত্র

ক্রেমলিন বলেছে, ‘আগে বা পরে’ রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপে বসতে হবে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা অপমানজনক মন্তব্য দেশ দুটির মধ্যকার সম্পর্ককে প্রভাবিত করবে।
সাংবাদিকদের পেসকভ আরও বলেন, ব্যক্তিগত অপমান অবশ্যই রাষ্ট্র প্রধানদের মধ্যকার সম্পর্কে ছাপ ফেলবে। রোববার এই খবর প্রকাশ করেছে আল-জাজিরা।
তিনি বলেন, যেকোনো ভাবে, আগে অথবা পরে কৌশলগত স্থিতিশীলতা, নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ের প্রশ্নে আমাদেরকে কথা বলতে হবে।
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর বাইডেন বিভিন্ন সময়ে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘কসাই’ বলেছেন।
মন্তব্য করুন