তুরস্কে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেনের মধ্যকার দ্বিতীয় ধাপের প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেডিসঙ্কি বলেছেন, প্রথম দিনের আলোচনা ‘গঠনমূলক’ ছিল। দুই পক্ষের মধ্যে এই আলোচনা টানা কয়েকঘণ্টা চলে।  

মঙ্গলবার দু’দিনব্যাপী এই আলোচনা তুরস্কের প্রেসিডেন্সিয়াল দোলমাবাহচ অফিসে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয়। এর আগে সোমবার দুই দেশের আলোচকরা তুরস্কে পৌঁছান।  

মেডিসঙ্কি বলেন, ইউক্রেনের পক্ষ থেকে পাওয়া প্রস্তাব এখন বিবেচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে উপস্থাপন করা হবে।

এ সময় তিনি বলেন সংঘাত বন্ধে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চুক্তিকে সম্মত হলেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের সম্ভাব্যতা তৈরি হবে।