- আন্তর্জাতিক
- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের ওপর হামলার অভিযোগ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের ওপর হামলার অভিযোগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর আজ রোববার দেশটির জাতীয় পরিষদের অধিবেশনে ভোট হবে। অধিবেশন ঘিরে উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি। সংঘাতের আশঙ্কায় রাজধানী ইসলামাবাদে জারি করা হয়েছে ১৪৪ ধারা। পাকিস্তানের রাজনীতির এই আঁচ পৌঁছে গেছে লন্ডনে। গতকাল শনিবার লন্ডনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ রোববার ভারতীয় বার্তাসংস্থ এএনআই জানিয়েছে, শনিবার টুইটারে আহমেদ নুরানী নামের পাকিস্তানের এক সাংবাদিক নওয়াজ শরীফের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছেন। তিনি পাকিস্তানের ফ্যাক্ট ফোকাস সংবাদমাধ্যমে কাজ করেন।
এএনআই জানিয়েছে, লন্ডনের রাস্তায় নওয়াজ শরীফের ওপর চড়াও হন ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের এক সমর্থক। হামলায় নওয়াজ শরীফ বিশেষ আঘাত পাননি। তবে তার দেহরক্ষী আহত হয়েছেন।
এএনআইর প্রতিবেদনে জানানো হয়েছে, নওয়াজ শরীফের ওপর হামলার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে মরিয়ম নওয়াজ। হামলাকারীদের আটকের দাবি জানিয়েছেন তিনি। সহিংসতায় উসকানিদাতা হিসেবে প্রধানমন্ত্রী ইমরান খানকেও আটকের দাবি করেছেন তিনি।
ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, কোণঠাসা হয়ে পড়া ইমরান খান এখনও আত্মপ্রত্যয়ী। শেষ মুহূর্তে ফলাফল পাল্টে দেবেন বলে জোর দিয়ে বলছেন তিনি।
এদিকে ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে বিক্ষোভের প্রকাশ্যে আহ্বান জানানো এবং ‘বিদেশি ষড়যন্ত্র’ নিয়ে সৃষ্ট ক্ষোভের মতো খুবই স্পর্শকাতর বিষয়গুলোতে ব্যাপক রাজনৈতিক বিভক্তি তৈরি হয়েছে, যা বিশৃঙ্খলা ও দাঙ্গাহাঙ্গামার কারণ হতে পারে।
রাজনৈতিক পর্যবেক্ষকেরা আশঙ্কা করছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা রেড জোনে ঢুকে পড়তে পারেন এবং পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করতে পারেন, যা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে পারে। রেড জোনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দিতে রাজধানীর প্রশাসন রেড জোনের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। মোটরসাইকেলে একাধিক ব্যক্তির আরোহন নিষিদ্ধ করা হয়েছে। কনটেইনার ও কাঁটাতার দিয়ে রেড জোন সিল করে দেওয়া হয়েছে। রেড জোনের ভেতরে এবং আশপাশের এক কিলোমিটারের মধ্যে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
এছাড়া ইসলামাবাদ জেলা ম্যাজিস্ট্রেট এক নোটিশে রেড জোন এলাকায় পাঁচজনের বেশি মানুষের সব ধরনের জমায়েত, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছেন।
মন্তব্য করুন