- আন্তর্জাতিক
- উত্তরায় যানজট, ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় গাড়ি
উত্তরায় যানজট, ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় গাড়ি

উত্তরায় সড়কে যানজট
রাজধানীর উত্তরা থেকে ঢাকামুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিমানবন্দর সড়কে ৬ থেকে ৭ কিলোমিটার এলাকায় যানজট দেখা গেছে।
ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে। এ অবস্থায় ঢাকামুখী যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।
যানজটের কারণে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা
যানজটের কারণ জানতে চাইলে গুলশান বিভাগের ডিসি (ট্রাফিক) মো. রবিউল ইসলাম বলেন, তেজগাঁও এলাকায় বিভিন্ন সড়কে যানবাহনের তীব্র চাপ রয়েছে। এই চাপের প্রভাব পড়েছে বিমানবন্দর সড়কে। এ কারণে সড়কে আস্তে আস্তে যানবাহন ছাড়তে হচ্ছে।
মন্তব্য করুন