পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করার কথা খোলাখুলি বললেন শাহবাজ শরিফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সমতার ভিত্তিতে রাখার কথা বলেছেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে কাশ্মিরের কাঁটার কথাই শোনা গেল তার মুখ থেকে।

বিরোধী দলগুলোর জোট বেঁধে আনা অনাস্থা প্রস্তাবে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পরদিন সোমবার পাকিস্তানের পার্লামেন্ট বা জাতীয় পরিষদে ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ।

পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ ৩৪২ আসনের জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এরপর পার্লামেন্টের উচ্চ কক্ষ বা সেনেটের চেয়ারম্যান সাদিক সানজারানির কাছ থেকে দেশের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

তার আগে পার্লামেন্টে ভাষণে শাহবাজ নিজের নতুন সরকারের পররাষ্ট্র নীতির আভাসে চীনকে সামনে আনেন বলে পাকিস্তানের সংবাদপত্রগুলোর প্রতিবেদনে উঠে আসে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকার সময় ‘চীনের প্রিয়পাত্র’ হিসেবে পরিচিত শাহবাজ বলেন, 'চীন ও পাকিস্তানের যে সুদীর্ঘকালের বন্ধুত্ব, তা কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না।'

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) স্থাপন প্রকল্প আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার কথাও বলেন নতুন প্রধানমন্ত্রী।