- আন্তর্জাতিক
- শাহবাজের মন্ত্রিসভায় কারা আসছেন
শাহবাজের মন্ত্রিসভায় কারা আসছেন
পিএমএল-এনের ১২, পিপিপির ৭, জইউআই-এফের ৪, পিকিউএম-পির ২ জন এবং বিএনপি মেঙ্গল, এএনপি, জেডব্লিউপি ও বিএপির একজন করে মন্ত্রিত্ব পাচ্ছেন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। গতকাল সোমবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তার পক্ষে ঐক্যবদ্ধ বিরোধীদের ১৭৪ ভোট পড়ে। এ সময় অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) এমপিরা অধিবেশন বর্জন করায় শাহবাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
এরই মধ্যে তার মন্ত্রিসভা গঠনের তোড়জোড় শুরু হয়েছে। অনাস্থা প্রস্তাব ঘিরে সরকার পতনের পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। জোট নেতাদের সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, পার্লামেন্টে জোটের এমপিদের আনুপাতিক হারের ভিত্তিতে নতুন মন্ত্রিসভায় তাদের প্রতিনিধিত্ব থাকবে।
ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে বিরোধীদের জয়ের সম্ভাবনা তৈরি হওয়ার পর থেকে সম্ভাব্য সরকার নিয়ে আলোচনা শুরু হয়। পার্লামেন্টে পিটিআইর বাইরে পিএমএল-এনের এমপি বেশি থাকায় তখন থেকে দলটির প্রধানকে প্রধানমন্ত্রী করার দাবি ওঠে। এরই মধ্যে শনিবার অনাস্থা ভোটে হেরে বিদায় নেন ইমরান খান। এরপর গতকাল পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ। এর আগে পিএমএল-এন প্রধানকে প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন জোটের সব দলের প্রতিনিধি নিয়ে মন্ত্রিসভা সাজাতে সম্মত হন নেতারা।
দৈনিক জংয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ ও দ্য নিউজ জানায়, পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী শাহবাজের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় সব বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে। পিএমএল-এনের ১২, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ৭, জমিয়ত উলামা-ই-ইসলামের (জেইউআই-এফ) ৪ ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (পিকিউএম-পি) ২ জন মন্ত্রী হচ্ছেন। বিএনপি মেঙ্গল, এএনপি, জমহুরি ওয়াতান পার্টি (জেডব্লিউপি) ও বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি)।
সূত্র জানায়, পিএমএল-এন থেকে খাজা আসিফ, সাদ রফিক, খুররম দস্তগীর, আহসান ইকবাল, মরিয়ম আওরঙ্গজেব, শায়েস্তা পারভেজ মালিক, রানা সানাউল্লাহ ও মুর্তজা জাভেদ মন্ত্রিসভায় থাকতে পারেন। স্বতন্ত্র প্রার্থী প্রার্থী মোহসিন দাওয়ার ও আসলাম ভুটানি এবং পিএমএল-কিউয়ের তারিক বাশির চিমারও মন্ত্রী হতে যাচ্ছেন বলে খবর প্রকাশিত হয়েছে। সম্ভাব্য নামগুলোর মধ্যে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নেতা আজম নাজির তারার কথাও বিবেচনা করা হচ্ছে। সিনেট থেকে শেরি রেহমান বা মুস্তফা নওয়াজ খোখার মধ্যে একজনকে মন্ত্রিত্ব দিতে যাচ্ছে পিপিপি।
পিপিপির প্রেসিডেন্ট বিলাওয়াল ভুট্টোকে পাকিস্তানের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী বিবেচনা করা হচ্ছে। শাজিয়া মুরির নামও মন্ত্রিসভায় যুক্ত হতে পারে। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল বলেন, মন্ত্রিসভায় তার ভূমিকা কী হবে, তা দল ঠিক করবে।
এদিকে ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক জেইউআই-এফ বেলুচিস্তান অথবা খাইবার পাখতুনখাওয়ার গভর্নরদের একজন তাদের দল থেকে নেওয়ার দাবি জানিয়েছে। আর পাঞ্জাবের গভর্নর হবেন পিপিপি থেকে আর সিন্ধর গভর্নর হবেন এমকিউএম-পি থেকে।
বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে শনিবার মধ্যরাতে ইমরান সরকারের বিদায় নিশ্চিত হয়। এরপরই নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ফেডারেল সরকার গঠনে উদ্যোগী হয় তারা। দু-এক দিনের মধ্যে সরকার গঠন হবে।
মন্তব্য করুন