- আন্তর্জাতিক
- ফিলিপাইনে ক্রান্তীয় ঝড় মেগির তাণ্ডবে নিহত ২৫
ফিলিপাইনে ক্রান্তীয় ঝড় মেগির তাণ্ডবে নিহত ২৫

ছবি: সিএনএন
ফিলিপাইনে ক্রান্তীয় ঝড় মেগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারও দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকাগুলোতে বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনকে সরিয়ে আনতে উদ্ধারকারীদের হিমশিম খেতে হচ্ছে। খবর সিএনএনের।
রোববার ক্রান্তীয় ঝড় মেগি সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে দ্বীপপুঞ্জটির ওপর দিয়ে বয়ে যায়। চলতি বছর এটিই এ ধরনের প্রথম ঝড়। ফিলিপাইনে বছরে গড়ে এ ধরনের ২০টি ঝড় হয়।
সোমবার লেইতে প্রদেশের বেবে শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসে বহু মানুষ চাপা পড়ার পর ২২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, দক্ষিণে দাভাও অঞ্চলে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। তবে মঙ্গলবার ঝড়ের তাণ্ডব কমার পথে রয়েছে বলে জানিয়েছে তারা।
মন্তব্য করুন