ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিশেষ দূত হাসান কাজেমি কওমি বলেছেন, শত্রুরা ইরান ও আফগানিস্তানের জনগণের মধ্যে বিভেদের বীজ বপনের চেষ্টা করছেন। 

মঙ্গলবার কাজেমি এই কথা বলেন। ইরানের বার্তা সংস্থা ইরনা এই খবর প্রকাশ করেছে। নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে তিনি ইরানে আফগান অভিবাসীদের সমস্যা সমাধানের কথা উল্লেখ করে বলেন, শত্রুরা প্রতিবেশী দুই দেশের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন।

এ সময় তিনি আরও বলেন, আফগান অভিবাসীরা ভালো আছেন এবং খুব শিগগিরই ভালো কিছু হতে যাচ্ছে।