শান্তি, নিরাপত্তা ও এ অঞ্চলের উন্নয়নে পাকিস্তানের নতুন সরকার গঠনমূলক ও ইতিবাচকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত হতে ইচ্ছুক।

মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয় থেকে এ কথা বলা হয়েছে।

শাহবাজ শরিফ দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসের করা মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ‘পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক রক্ষায় যুক্তরাষ্ট্রের পুনর্নিশ্চিতকরণকে আমরা স্বাগত জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, সমতা, যৌথ স্বার্থ ও যৌথ লাভের ভিত্তিতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ‘গুরুত্বপূর্ণ সম্পর্ক’ গভীর করতে উন্মুখ।

অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে ১১ এপ্রিল শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।  

এর পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক  বিবৃতিতে বলেন, একটি গণতান্ত্রিক পাকিস্তান যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য জরুরি।

শাহবাজকে কখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফোন করবেন জানতে চাইলে জেন সাকি বলেন, এটি ভবিষ্যতের বিষয়। আমি এ বিষয়ে এখনই কোনো অনুমান করতে পারছি না।

২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে বাইডেন ও ইমরান খানের মধ্যে কোনো ফোনালাপ অনুষ্ঠিত হয়নি।