- আন্তর্জাতিক
- আজও রহস্য 'ড্যান্সিং প্লেগ'
আজও রহস্য 'ড্যান্সিং প্লেগ'

করোনা মহামারি দুই বছর ধরে দফায় দফায় দাপট দেখাচ্ছে। এই ভাইরাসের সংক্রমণ বিপর্যস্ত করে দিচ্ছে জীবন-জীবিকা। থেমে নেই এই গরমকালেও। তবে ইতিহাসে ভাইরাস আক্রমণের ঘটনা প্রথম রেকর্ড করা হয় ১৫১৮ সালে। ওই বছরের গ্রীষ্ফ্মকালে অদ্ভুত এক ধরনের অসুখ ছড়িয়ে পড়ে। আর একবার আক্রান্ত হলে রোগীরা নাচতে শুরু করত, অনেকে মৃত্যু পর্যন্ত নেচেছিল। এ জন্যই হয়তো এর নাম দেওয়া হয়েছিল 'ড্যান্সিং প্লেগ'। এই রোগ দেখা দিয়েছিল রোম সাম্রাজ্যের আলসেসের (বর্তমানে ফ্রান্স) স্ট্রাসবুর্গ শহরে। সেখানে প্রায় ৫০ থেকে ৪০০ মানুষ রাস্তায় দিনভর নাচতেন। নাচতে নাচতে অনেকের মৃত্যু হয় বলে দাবি করেন কিছু ইতিহাসবিদ। তবে এ নিয়ে বিতর্কের অন্ত নেই। স্ট্রাসবুর্গে এই রোগ ছড়িয়ে পড়ার প্রমাণ মেলে সেই সময়ের চিকিৎসকদের নথি, স্থানীয় সংবাদপত্র ও শহর প্রশাসনের নথি থেকে। সেসব তথ্য থেকে জানা যায়, পাঁচ শতাব্দী আগে জুলাই মাসে এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। এর পর একে একে অন্যরাও তার সঙ্গে যোগ দেন। যিনি প্রথম নাচতে শুরু করেন, তার নাম ফ্রাউ ট্রফিয়া। তবে কীভাবে তিনি অদ্ভুত সেই রোগে আক্রান্ত হন, তা নিয়ে আজও উন্মোচন হয়নি রহস্য। সূত্র :দ্য গার্ডিয়ান।
মন্তব্য করুন