- আন্তর্জাতিক
- এবার বাইডেনও রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করলেন
এবার বাইডেনও রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করলেন

আইওয়ার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জো বাইডেন। ছবি: বিবিসি অনলাইন
এই প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে রাশিয়া গণহত্যা চালিয়েছে বলে মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রের আইওয়াতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। গত কয়েকদিন ধরেই ইউক্রেন অভিযোগ করে আসছিল, রাশিয়া গণহত্যা চালিয়েছে। তবে রাশিয়া বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছিল। কিন্তু যুক্তরাষ্ট্র এতদিন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করলেও কখনো এটিকে ‘গণহত্যা’ বলেনি। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রে গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে বাইডেন প্রথমবার গণহত্যার বিষয়টি উল্লেখ করেন। বাইডেন বলেন, অর্ধেক পৃথিবী দূরে একজন স্বৈরশাসকের যুদ্ধ ঘোষণা এবং গণহত্যা করেছে কি না তার ওপর আপনার পারিবারিক বাজেট কিংবা আপনার ট্যাংক (গাড়ির) পূরণের সক্ষমতা- কোনটাই নির্ভ করা উচিত নয়।
পরবর্তীতে সাংবাদিকরা বাইডেনের কাছে তার গণহত্যা সংক্রান্ত মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, আমি এটাকে গণহত্যা বলেছি। এমনকি ইউক্রেনীয়ান হওয়ার ধারণাটি পর্যন্ত পুতিন মুছে ফেলার চেষ্টা করছেন এটা এখন পরিষ্কার হয়ে উঠেছে। এই সংক্রান্ত প্রমাণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, আরও প্রমাণ আসছে। প্রকৃতই ইউক্রেনে ভয়ঙ্কর কাণ্ড করেছে রাশিয়া এবং আমরা প্রতিনিয়ত সেই ধ্বংসযজ্ঞ সম্পর্কে অবগত হচ্ছি।
পরে অবশ্য বাইডেন ইউক্রেনে প্রকৃতই গণহত্যা হয়েছে কিনা তা আদালত নির্ধারণ করবে জানিয়ে বলেন, এটা গণহত্যা হলো কিনা তার সিদ্ধান্ত আমরা আইনজীবীদের ওপর ছেড়ে দেব। তবে এটা ঠিক, আমার কাছে সেরকমই মনে হয়েছে।
মন্তব্য করুন