- আন্তর্জাতিক
- রুশপন্থি ইউক্রেনীয় নেতাকে আটক করা হয়েছে: কিয়েভ
রুশপন্থি ইউক্রেনীয় নেতাকে আটক করা হয়েছে: কিয়েভ

ভিক্টর মেদভেদচুক। ছবি: বিবিসি অনলাইন
ইউক্রেন কর্তৃপক্ষ বলেছে, দেশটির নিরাপত্তা রক্ষীরা রুশপন্থি বিশিষ্ট এক ইউক্রেনীয় রাজনীতিককে আটক করেছে। তার নাম ভিক্টর মেদভেদচুক।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আটক হওয়া ব্যক্তির একটি ছবি অনলাইনে পোস্ট করেছেন। ছবিতে উষ্কখুষ্ক চেহারার মেদভেদচুককে হাতে হাতকড়া এবং ইউক্রেনীয় সেনা পোশাক পরা অবস্থায় দেখা যায়। বুধবার এই খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।
রাশিয়া-ইউক্রেন উত্তেজনার সময়ে মেদভেদচুককে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সন্দেহে গৃহবন্দি করা হয়। পরে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযান শুরুর পর পরই তিনি গৃহবন্দি অবস্থা থেকে পালিয়ে যান। যদিও মেদভেদচুক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
মঙ্গলবার টেলিগ্রামে জেলেনস্কি লিখেন, ইউক্রেনের নিরাপত্তা সার্ভিস বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করেছে। ওয়েল ডান।
নিরাপত্তা সংস্থার প্রধান ইভান বাকানভ বলেন, সংস্থার সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে রাশিয়াপন্থি এই রাজনীতিককে আটক করেছে।
টেলিগ্রামে এক বিবৃতিতে নিরাপত্তা সংস্থা বলেছে, কোনো বিশ্বাসঘাতকই শাস্তি থেকে বাঁচতে পারবে না এবং ইউক্রেনের আইনে আওতায় তাদের জবাবদিহি করতে হবে।
ভিক্টর মেদভেদচুক ইউক্রেনের অন্যতম ধনী ব্যক্তি। মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখায় তিনি ইউক্রেনে ব্যাপকভাবে সমালোচিত।
মন্তব্য করুন