ইউক্রেন জানিয়েছে, দেশটির খারকিভে রাশিয়ার ছোড়া গোলার আঘাতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২২ জন।

গত ২৪ ঘণ্টায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

ইউক্রেনের উত্তর-পূর্বে অবস্থিত অঞ্চল খারকিভের মেয়র ওলেহ সিনেগুবভ বলেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার গোলার আঘাতে অন্তত ৭ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ২২ জন। 

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে একটি দুই বছরের শিশুও রয়েছে।

আল জাজিরা মেয়রের দেওয়া হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।

ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ। এর মধ্যে সম্প্রতি মস্কো তার লক্ষ্য পরিবর্তন করে পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানায়। এর পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া।