ইউক্রেনে রাশিয়ার সেনারা বড় বিপর্যয়ের মুখে পড়েছে বলে দাবি কিয়েভের। দাবি করা হয়, দেশটিতে নিহত হয়েছেন হাজার হাজার রুশ সেনা। 

এর মধ্যে দিনিপ্রো থেকে এলো মর্মান্তিক খবর। শহরটির মর্গে হাজারেরও বেশি রুশ সেনার লাশ পড়ে আছে। এমনটাই দাবি, শহরটির ডেপুটি মেয়রের।

বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানায় বিবিসি।

দিনিপ্রোর ডেপুটি মেয়র মিখাইল লিশেঙ্কো বলেন, শহরের মর্গগুলোতে রুশ সেনাদের অসংখ্য বেওয়ারিশ লাশ পড়ে আছে। 

মেয়র বলেন, চারটি ফ্রিজে থাকা লাশের সংখ্যা এক হাজার ৫শ’র চেয়ে বেশি।

মিখাইল বলেন, নগরের কর্মকর্তারা এ সব সেনাদের সৎকারে আগ্রহী নন। তাদের গণকবরেও সমাহিত করতে চান না তারা।

নিহত রুশ সেনার মায়েদের উদ্দেশ্যে দিনিপ্রোর ডেপুটি মেয়র বলেন, আপনারা কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সন্তানদের লাশ ফিরিয়ে নেওয়ার জন্য।

ইউক্রেনের দাবি, দেশটিতে রাশিয়ার অন্তত ১৯ হাজার সেনা নিহত হয়েছে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এর পর থেকে দেশজুড়ে সংঘাত চলছে। সম্প্রতি রাশিয়া তার লক্ষ্যে পরিবর্তন এনে পূর্ব ইউক্রেনে হামলা জোরদারের কথা জানায়।