লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, গত শুক্রবার লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে নৌকাডুবির এই ঘটনা ঘটে। 

আইওএম বলছে, এখন পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২৯ জন নিখোঁজ রয়েছেন। তারা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

কাঠের নৌকাটি কী কারণে ডুবে যায় তা নিশ্চিত হওয়া যায়নি।