- আন্তর্জাতিক
- ইউক্রেনের সঙ্গে বিশ্ব একতাবদ্ধ: প্রিন্স হ্যারি
ইউক্রেনের সঙ্গে বিশ্ব একতাবদ্ধ: প্রিন্স হ্যারি

নেদারল্যান্ডসে উদ্বোধন অনুষ্ঠানে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল, ছবি: গেটি ইমেজেস
ইউক্রেনের সঙ্গে বিশ্ব একতাবদ্ধ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি। নেদারল্যান্ডসে ইনভিকটাস গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এ কথা বলেন তিনি।
শনিবার সমবেত জনতার উদ্দেশে ডিউক অব সাসেক্স বলেন, আপনি জানেন, আমরা আপনার সঙ্গে আছি। বিশ্ব আপনার সঙ্গে ঐক্যবদ্ধ এবং এখনও আপনি আরও বেশি প্রাপ্য। খবর বিবিসির
ইনভিকটাস গেমসে অংশ নিতে ইউক্রেনীয় দলটিকে বিশেষ অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আহত সামরিক প্রবীণদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা রয়েছে।
গেমসে ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলও ইউক্রেনীয় দলের উপস্থিতির কথা বলেন। তিনি বলেন, প্রতিটি প্রতিযোগী নেদারল্যান্ডসে যেতে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই অনেক বেশি সময় নিয়েছে, যেটি অন্তত ইউক্রেন দলের জন্য নয়, যার সঙ্গে আমরা সবাই দাঁড়িয়ে আছি।
তবে এ দম্পতি বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি।
মন্তব্য করুন