- আন্তর্জাতিক
- পাঞ্জাবে দিল্লির পথ দেখাচ্ছেন কেজরিওয়াল
পাঞ্জাবে দিল্লির পথ দেখাচ্ছেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী ও এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ছবি: সংগৃহীত
ভারতের দিল্লিতে যে নিয়ম চালু করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সেসব চালু হচ্ছে পাঞ্জাবেও। দিল্লিতে একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হয়, এবার দেওয়া হবে পাঞ্জাবেও। সংশ্লিষ্টরা এর কারণ হিসেবে দেখছেন, পাঞ্জাবেও কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (এএপি) ক্ষমতায়; তিনি একই নিয়মে চলবেন। অর্থাৎ পাঞ্জাবে দিল্লির পথ দেখাবেন তিনি।
গত মার্চে পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে জয়ী হয় এএপি। সেখানে সরকার গঠনের এক মাসের মধ্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানায়।
মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ভিডিও বার্তায় বলেন, কৃষিকাজের জন্য কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা চলমান থাকবে। পাশাপাশি বাণিজ্যিক ও শিল্পখাতে বিদ্যুৎ বিল বাড়ানো হবে না।
তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে পাঞ্জাবের প্রতিটি বাড়িতে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। দুই মাসে ৬০০ ইউনিট। নিম্নবর্ণ, পশ্চাৎপদ জনগোষ্ঠী ও দারিদ্রসীমার নিচে থাকা পরিবার ও স্বাধীনতাযুদ্ধের সৈনিকরা, যারা ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাচ্ছেন, তারা এখন ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন।
যদি তারা দুই মাসে ৬০০ ইউনিটের বেশি ব্যবহার করেন তাহলে শুধু অতিরিক্ত বিদ্যুতের বিল দিতে হবে বলে যোগ করেন তিনি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকার আগামী দুই তিন বছরের মধ্যে রাজ্যবাসীকে সবচেয়ে কম দামে বিদ্যুৎ সরবরাহ করবে।
এএপি গত নির্বাচনী প্রচারণায় প্রতিটি বাড়িতে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের এক মাসের মধ্যে তারা তা কার্যকরের ঘোষণা দিল।
এএপির এমন ঘোষণার সমালোচনা করে পাঞ্জাব কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং রাজা বলেছেন, পাঞ্জাব স্টেট পাওয়ার করপোরেশন লিমিটেডকে যেকোনোভাবে টিকে থাকার সংগ্রাম করতে হবে।
দিল্লির মুখ্যমন্ত্রী ও এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, পাঞ্জাবে সরকার গঠনের এক মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা হল।
মন্তব্য করুন