- আন্তর্জাতিক
- ইউক্রেন যুদ্ধে আরও এক রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত
ইউক্রেন যুদ্ধে আরও এক রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত

নিহত রাশিয়ান সেনা ভ্লাদিমির পেট্রোভিচ ফ্রোলভ
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আরও এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম ভ্লাদিমির পেট্রোভিচ ফ্রোলভ। তিনি রাশিয়ার সশস্ত্র বাহিনীর অষ্টম সেনা কমান্ডে ডেপুটি কমান্ডার হিসেবে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিলেন।
রোববার ইউক্রেন যুদ্ধ নিয়ে দেওয়া লাইভ আপডেটে রাশিয়ান বার্তা সংস্থা তাসের বরাতে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন। এ ছাড়া এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ।
বেগলভ বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের সঙ্গে লড়াইয়ে ভ্লাদিমির পেট্রোভিচ ফ্রোলভের নায়কোচিত মৃত্যু হয়েছে।
গভর্নর বলেন, ফ্রোলভ তার জীবন উৎসর্গ করেছেন। তাই দনবাস অঞ্চলের শিশু, নারী এবং বয়স্করা আর খুব বেশি সময় বোমা বিস্ফোরণের শব্দ শুনবেন না।
ইউক্রেনে চালানো রাশিয়ার বিশেষ এই সামরিক অভিযানে বেশ কয়েকজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা নিহত হয়েছেন। সচরাচর এই রকম উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের যুদ্ধক্ষেত্রের খুব কাছাকাছি পাঠিয়ে এমন বিপদের মুখে ফেলতে দেখা যায় না। পশ্চিমা সূত্রগুলো মনে করছে, অভিযানে নিয়ন্ত্রণ নিতে রাশিয়ান সেনারা এই কাজটি করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে এর ফল খুব খারাপ হয়েছে।
মন্তব্য করুন