মিয়ানমারে ১৬১৯ কারাবন্দিকে মুক্তির ঘোষণা জান্তা সরকারের
ইনসেইন কারাগারের সামনে প্রিয়জনের মুক্তির অপেক্ষায় আছেন স্বজনরা। ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২ | ০৫:৫৯ | আপডেট: ১৭ এপ্রিল ২০২২ | ০৫:৫৯
মিয়ানমারে ১৬১৯ কারাবন্দিকে সাধারণ ক্ষমা করে মুক্তির ঘোষণা দিয়েছে জান্তা সরকার। রোববার সামরিক সরকার বন্দিদের মুক্তি দেওয়ার এই ঘোষণা দেয়। মুক্তি পেতে যাওয়া বন্দিদের মধ্যে ৪২ বিদেশিও রয়েছেন।
এদিকে ঘোষণার পর বন্দিদের স্বজনরা দেশটির ইনসেইন কারাগারের সামনে প্রিয়জনের মুক্তির অপেক্ষায় জড়ো হতে থাকেন। দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটি নিজেদের নতুন বছর উদযাপন উপলক্ষে এই সাধারণ ক্ষমা ঘোষণা করে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গত বছর বার্ষিক সাধারণ ক্ষমায় ২৩ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। সেই তুলনায় এবার মুক্তি পাওয়া বন্দির সংখ্যা খুবই কম। আর মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের কোনো কারাবন্দি কর্মকর্তা আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে ইনসেইন কারাগারের সামনে থাকা স্থানীয় এক সংবাদকর্মী রয়টার্সকে জানিয়েছেন, ইনসেইন কারাগার থেকে এখন পর্যন্ত রাজনৈতিক বিক্ষোভকারী কোনো বন্দিকে মুক্তি পেতে দেখা যায়নি।
এর আগে জান্তা সরকারের স্বরাষ্ট্র সচিব লেফটেন্যান্ট জেনারেল অং লিন দোয়ে স্বাক্ষরিক এক বিবৃবিতে বলা হয়, মানবিক উদ্বিগ্নতার বিষয়টিতে আলো ফেলতে এবং মানুষের জন্য খুশির উপলক্ষ্য আনতে মিয়ানমারের নতুন বছর উদযাপনের অংশ হিসেবে সাধারণ ক্ষমার আওতায় ১৬১৯ বন্দিকে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে ৪২ বিদেশি বন্দিও রয়েছেন।
অ্যাক্টিভিস্ট গ্রুপ অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনারসের (এএপিপি) হিসাব অনুযায়ী, দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর অন্তত ১৩২৮২ জনকে আটক করেছে এবং ১৭৫৬ জন বিরোধী নেতাকর্মীকে হত্যা করেছে। আটককৃতদের মধ্যে ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেতা এবং নোবেল বিজয়ী অং সান সুচিও রয়েছেন।