পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আওয়ারান জেলার কাছাকাছি ‘নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে হামলায়’ দেশটির সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন।

দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়। খবর জিও টিভির।

আইএসপিআর জানায়, হামলা প্রতিহত করার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের তাড়া করলে তারা পাশের একটি পাহাড়ের দিকে চলে যায়। এর আগে সেনা সদস্য ও সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়।

‘সংঘর্ষ চলাকালে মেজর শহিদ বশির নিহত হন ও অপর এক সেনা সদস্য আহত হয়েছে। আর সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে’, বলা হয় আইএসপিআরের পক্ষ থেকে।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স জানায়, বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ব্যাহত করতে নাশকতামূলক যে কোনো পদক্ষেপ প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ নিরাপত্তা বাহিনী।