- আন্তর্জাতিক
- ইলহান ওমরের পাকিস্তান সফর নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
ইলহান ওমরের পাকিস্তান সফর নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

মার্কিন নারী কংগ্রেস সদস্য ইলহান ওমরের পাকিস্তান সফর নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থানের কথা জানিয়েছে। তারা বলেছে, এটি যুক্তরাষ্ট্রের সরকারের তরফ থেকে কোনো সফর নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বৃহস্পতিবার এ তথ্য জানান। খবর ডনের।
এদিকে ইলহান ওমরের পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর এলাকা সফরের নিন্দা জানিয়েছে ভারত। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘এমন একজন রাজনীতিবিদ যদি তার দেশে বসে সংকীর্ণ রাজনীতির চর্চা করতে চান, তাহলে সেটা তার বিষয় হতে পারে। কিন্তু এ চর্চার অনুসরণে আমাদের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা হলে তা আমাদের বিষয় হয়ে ওঠে। বিষয়টি নিন্দনীয়।’
মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ২০ এপ্রিল থেকে পাকিস্তান সফর করছেন। চার দিনের এ সফরে তিনি ইতিমধ্যে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার উত্তরসূরি শাহবাজ শরিফ, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার রাজা পারভেজ আশরাফ এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মন্তব্য করুন