- আন্তর্জাতিক
- জুমার নামাজের সময় বোমা হামলা, আফগানিস্তানে নিহত ৩৩
জুমার নামাজের সময় বোমা হামলা, আফগানিস্তানে নিহত ৩৩

ছবি: এএফপি
আফগানিস্তানের উত্তরাঞ্চলের কন্দুজ প্রদেশে শুক্রবার জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা হামলায় শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
তালেবান সরকারের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে জানান, ‘কুন্দুজ প্রদেশের ইমাম শাহিব জেলার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন।
তিনি লেখেন, আমরা এ হামলার নিন্দা জানাই এবং ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
শুক্রবারের বোমা হামলাটি তালেবানশাসিত দেশটিতে সর্বশেষ নৃশংস ঘটনা। এর আগে দেশজুড়ে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে।
দেশটির তথ্যমন্ত্রী কুন্দুজে হামলাকারীদের ‘রাষ্ট্রদ্রোহী ও অপশক্তি’ বলে অভিহিত করেছেন।
কুন্দুজে যে মসজিদে হামলা হয়েছে সেটি সুফিদের কাছে জনপ্রিয় গন্তব্য ছিল। আর সুফিদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করে আইএসআইএল।
তবে হামলার পেছনে কারা জড়িত এখনও তা পরিষ্কার নয়।
এর আগে বৃহস্পতিবার কুন্দুজ ও মাজার-ই-শরিফের শিয়া মসজিদে দুটি হামলার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী আইএসআইএল।
মন্তব্য করুন