আল-আকসা মসজিদ গত কয়েক দিন ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে। গতকাল শুক্রবার ভোরেও আল-আকসা চত্বরে সংঘর্ষ হয়। এমন উত্তেজনার মধ্যেই সেখানে জুমা নামাজ আদায় করেছেন দেড় লাখ মুসল্লি। খবর আল-জাজিরার। 

আল আকসার ওয়াকফ কাউন্সিলের পরিচালক আজ্জাম আল খতিব জানিয়েছেন, রমজানের তৃতীয় জুমায় আল-আকসার ভেতর ও বাহির মিলে দেড় লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন।

তিনি জানান, ইসরাইলি নিষেধাজ্ঞা সত্ত্বেও ফিলিস্তিনিরা সব সময় রমজান মাসে আল আকসা মসজিদে শুক্রবার নামাজ আদায় করতে আসেন।

এদিকে শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনীর হামলায় রাবার বুলেট, স্টান গ্রেনেড আর টিয়ারশেলে তিন সাংবাদিকসহ ৩১ ফিলিস্তিনি আহত হন। ইসরায়েলি পুলিশ দাবি করেছে, ফিলিস্তিনিদের পাথর ছোড়ার জবাবে এ অভিযান চালানো হয়েছে।

পরে জুমার নামাজের সময়ও আল-আকসা মসজিদ চত্বরে ডোম অব দ্য রকের কাছে অবস্থান নেওয়া মুসল্লিদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনিদের হামলা বেড়েছে। গত তিন সপ্তাহে ১৪ ইসরায়েলি নিহত হয়েছেন। এদিকে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৪৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।