রাশিয়ান র‌্যাডিয়েশন, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রোটেকশন ফোর্সের প্রধন ইগর কিরিলোভ ঘোষণা দিয়েছেন, কেমিক্যাল, বায়োলজিক্যাল বা কৌশলগত পরমাণু অস্ত্রের ব্যবহারের জন্য রাশিয়াকে অভিযুক্ত করতে যুক্তরাষ্ট্র উসকানির প্রস্তুতি নিচ্ছে। 

শনিবার তিনি এই ঘোষণা দেন। খবর রাশিয়ান বার্তা সংস্থা তাসের। তিনি বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে তথ্য আছে, যুক্তরাষ্ট্র কেমিক্যাল, বায়োলজিক্যাল বা কৌশলগত পরমাণু অস্ত্রের ব্যবহারের জন্য রাশিয়ার সশস্ত্র বাহিনীকে অভিযুক্ত করতে যুক্তরাষ্ট্র উসকানির প্রস্তুতি নিচ্ছে। 

কিরিলোভের ভাষ্য অনুযায়ী, বিশেষ অভিযানে রাশিয়ার সফলতার প্রতিক্রিয়াস্বরূপ এই পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। 

কিরিলোভ বলেন, ব্যাপক ধ্বংস চালানোর জন্য রাশিয়ার ওই অস্ত্রের ব্যবহারের সম্ভাব্যতা সম্পর্কে চলতি বছরের মার্চ-এপ্রিলে পশ্চিমা নেতারা নিয়মিতভাবে উসকানিমূলক বিবৃতি দিয়েছে।