ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ফিলিস্তিনের মুসল্লিদের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের করা অপরাধ এবং আফগানদের বিরুদ্ধে আইএসআইএসের অপরাধ হলো ইহুদিবাদী এবং পশ্চিমাদের তৈরি একটি আন্দোলন। 

শনিবার ভোরে ইমাম আলী (রা.) শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে এক ধর্মীয় জমায়েতে ভাষণ দেওয়ার সময় তিনি এসব উক্তি করেন। রাইসি বলেন, আলোচনার টেবিলে আলোচনার মাধ্যমে নয় বরং ফিলিস্তিনি জাতির ভাগ্য নির্ধারিত হচ্ছে প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে। খবর ইরনার। 

তিনি বলেন, ইমাম আলী উপদেশ হলো, অত্যাচারীর বিরুদ্ধে নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানো। রাইসি উল্লেখ্য করেন, ইহুদিবাদী শাসকদের ফিলিস্তিনের মুসল্লি এবং আইএসআইএসের আফগানদের হত্যা- মুসলিমদের বিরুদ্ধে করা এই দুটি অপরাধ বিশ্ব প্রত্যক্ষ করছে।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান আফগান কর্তৃপক্ষের দায়িত্ব শিয়াসহ আফগানদের রক্ষা করা।