- আন্তর্জাতিক
- মারিওপোলের ইস্পাত কারখানায় ফের ঢোকার চেষ্টা রুশ বাহিনীর
মারিওপোলের ইস্পাত কারখানায় ফের ঢোকার চেষ্টা রুশ বাহিনীর

ছবি: বিবিসি
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একজন উপদেষ্টা ওলেক্সেই আরেস্টোভিচ বলছেন, মারিওপোল শহরের আযভস্টাল নামের বিশাল ইস্পাত কারখানাটি এখন ইউক্রেনীয় প্রতিরোধের শেষ কেন্দ্রে পরিণত হয়েছে। সেখানে আবার ঢোকার প্রচেষ্টা শুরু করেছে রুশ বাহিনী।
কারখানার ওপর কয়েকটি বিমান হামলাও চালানো হয়েছে। তবে ইউক্রেনীয় সৈন্যরা এখনো তাদের অবস্থান ধরে রেখেছে এবং কিছু পাল্টা আক্রমণও চালিয়েছে বলে জানান তিনি। খবর বিবিসির।
গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিন এক প্রকাশ্য ঘোষণায় তার বাহিনীকে প্ল্যান্টটির ভেতরে না ঢুকে সেটিকে অবরোধ করতে আদেশ দিয়েছিলেন।
ইউক্রেনের আযভ রেজিমেন্ট একটি ভিডিও প্রকাশ করেছে-তাতে দেখা যাচ্ছে নারী ও শিশুরা একটি ব্যাঙ্কারে লুকিয়ে আছে।
এদিকে মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের বের হয়ে যাবার সুযোগ দিতে একটি মানবিক করিডোর খোলার কথা থাকলেও তা খুলেছে কিনা এখনও জানা যায়নি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
মন্তব্য করুন