ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তেহরান-ইসলামাবাদ সম্পর্ক অন্য মুসলিম দেশের কাছে মডেল হিসেবে ব্যবহার হতে পারে। 

পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোর সঙ্গে ফোনালাপে আবদুল্লাহিয়ান এই মন্তব্য করেন। বুধবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিলওয়ালকে অভিনন্দন জানাতে এই ফোন করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। খবর ইরনার।

বিলওয়ালের সময়কালে তেহরান-ইসলামাবাদ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি উল্লেখ করেন চলতি বছর ইরান এবং পাকিস্তান তাদের সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকী উদযাপন করছে যা সাংস্কৃতিক এবং ঐতিহাসিক মিলের ওপর ভিত্তি করে সৃষ্ট। 

আবদুল্লাহিয়ান বলেন, ইসলামাবাদের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে চায় ইরান। পরে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে আবদুল্লাহিয়ানের আগ্রহের প্রতিউত্তরে বিলওয়াল ভুট্টো ঘোষণা দেন, ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে পাকিস্তানও প্রস্তুত। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। এ সময় তিনি অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাধা দূর হবে বলে আশা প্রকাশ করেন।