- আন্তর্জাতিক
- অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা নেই, ছেলের মৃতদেহ কাঁধে বাইকে ৯০ কি.মি. পাড়ি
অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা নেই, ছেলের মৃতদেহ কাঁধে বাইকে ৯০ কি.মি. পাড়ি

হাসপাতালে মারা গেছে ১০ বছর বয়সী আদরের ছেলে, মরদেহ নিতে হবে বাড়িতে। এ কারণে হাসপাতাল চত্ত্বরে থাকা অ্যাম্বুলেন্স ভাড়া করতে চাইলেন বাবা। কিন্তু ৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে অ্যাম্বুলেন্স চালক দাবি করেন ২০ হাজার রুপি। শেষ পর্যন্ত শোকাহত, দরিদ্র ওই বাবা বাধ্য হয়ে ছেলের মৃতদেহ বাইকে নিয়ে পরিচিত একজনের বাইকে রওয়ানা হন বাড়ির পথে। টানা প্রায় ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছান সেখানে।
সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি এলাকার শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে।
গোটা ঘটনার ভিডিওটি টুইট করেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তারপরই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, একজন অসহায় মানুষকে সন্তানের মরদেহ কাঁধে নিয়ে বাইকে বসতে। এদিকে, ঘটনা জানতে পেরে দ্রুত তদন্তের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী,আন্নামাইয়া জেলার পেনাগালুরের বাসিন্দা নরসিমহুলু স্থানীয় আম বাগানে কাজ করা একজন শ্রমিক। গত রোববার তার দশ বছর বয়সী ছেলে জেসাভাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে লিভার ও কিডনি ফেইলরে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন