সৌদি আরবের সঙ্গে সম্পর্ক প্রাণবন্ত করার লক্ষ্য নিয়ে রিয়াদ সফর করতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

বহস্পতিবার তিনি সৌদি আরবে পৌঁছাতে পারেন। খবর আলজাজিরার।

তুরস্কের জেষ্ঠ্য কর্মকর্তারা জানান, এ সফরে তিন ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান (এমবিএস) ও বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে বৈঠক করবেন।

২০১৮ সালে সৌদি আরবের কট্টর সমালোচক সংবাদিক জামাল খাসোগিকে ইস্তান্বুলে রিয়াদের কনস্যুলেটে হত্যার ঘটনায় দেশ দুটির মধ্যে সম্পর্ক তলানিতে নামে।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের সবদিক পর্যালোচনা করা হবে। এ সফরের অংশ হিসেবে অনুষ্ঠেয় বৈঠকে আলোচিত হবে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও।

‘এসব বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলীও আলোচিত হবে’, বলা হয় বিবৃতিতে।

বেশ কয়েকমাস ধরে আঙ্কারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা চালাচ্ছে। অনুষ্ঠেয় বৈঠকগুলো দুই দেশের সম্পর্কে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।

চলতি মাসে তুরস্ক খাসোগি হত্যার মামলা বাতিল করে ও মামলাটি সৌদি আরবের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত সম্পর্ক উন্নয়ন ও এরদোগানের রিয়াদ সফরের বাধা দূর করে।