যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি কোকা-কোলা কিনে নিতে চান বলে টুইট করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার চুক্তিতে উপনীত হয়ে গোটা বিশ্বকে নাড়া দিয়েছেন তিনি। এ ঘটনার রেশ না কাটতেই বৃহস্পতিবার কোকা-কোলা কিনতে চেয়ে টুইট করে সাড়া ফেলেছেন মাস্ক। খবর এনডিটিভির।

মাস্কের করা টুইটটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ১৭ লাখের বেশি মানুষ। সেখানে অনেক মন্তব্য পড়েছে। মাস্কের টুইট নিজেদের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন অনেকে। অনুসারীদের কারও কারও মন্তব্যের উত্তর দিয়েছেন তিনি। তবে তিনি কেন বহুজাতিক এই পানীয় কোম্পানিটি কিনে নিতে চাইছেন, সেটা নিয়ে মানুষ আলোচনা করছেন বেশি।

মাস্ক ওই টুইটে বলেন, তিনি কোকা-কোলা কিনতে চান। কারণ, কোকা-কোলায় পুনরায় কোকেইন ফিরিয়ে আনতে চান তিনি। মাস্কের এ কথা নিয়ে এরই মধ্যে হইচই পড়ে গেছে। কারণ, এমন গুঞ্জন আছে যে কোকা-কোলায় কোকেইন ব্যবহার করা হতো। এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই একটি বিষয় সামনে তুলে আনার কারণে সমালোচনাও হচ্ছে।