- আন্তর্জাতিক
- গোটাবায়ার পদত্যাগ দাবিতে রাজপথে লাখো মানুষ
ধর্মঘটে অচল শ্রীলঙ্কা
গোটাবায়ার পদত্যাগ দাবিতে রাজপথে লাখো মানুষ

অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসে ও তার পরিবারের সদস্যদের পদত্যাগ দাবিতে রাজপথে নেমেছে লাখো মানুষ। বৃহস্পতিবার শ্রমিকদের ডাকা ধর্মঘটে দেশব্যাপী লাখ লাখ লঙ্কান রাস্তায় নেমে প্রতিবাদ জানান। এতে গোটা দেশ অচল হয়ে পড়ে। খবর এএফপির।
এর মধ্যে বৃহস্পতিবারই ছিল স্মরণকালের সবচেয়ে বড় প্রতিবাদ। এদিন শ্রমিকদের ডাকা ধর্মঘটে অচল হয় দেশ।
আন্দোলনকারীদের অভিযোগ, রাজপাকসে পরিবারের দুর্নীতি ও ভুল নীতির কারণে অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি। এদিন সরকারি কর্মকতারাও বিক্ষোভ-ধর্মঘটে অংশ নিয়েছেন।
পুলিশ ও আঞ্চলিক কর্মকর্তারা জানান, গণপরিবহন বন্ধ হয়েছে। শিক্ষকরা শ্রেণিকক্ষের বাইরে রয়েছে। দোকানপাট ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
রাজাপাকসে তার জোট নেতাদের আলোচনার জন্য শুক্রবার বৈঠকের ডাক দিয়েছেন। তবে শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি জানায়, তারা এ বৈঠকে অংশ নেবে না। তাদের দাবি সরকারের পদত্যাগ।
শ্রমিক ও ব্যবসায়ী বিক্ষোভে অংশ নিয়ে 'গোটা বাড়ি যান, পদত্যাগ করুন' স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি বর্ণনা করে একজন পুলিশ কর্মকর্তা বলেন, 'আজ দেশজুড়ে সরকারি ছুটির মতো পরিস্থিতি হয়েছে।'
মন্তব্য করুন