- আন্তর্জাতিক
- সৌদি আরবের নতুন পর্যটন দূত মেসি
সৌদি আরবের নতুন পর্যটন দূত মেসি
-samakal-627a29330985e.jpg)
লিওনেল মেসিকে নিজেদের পর্যটনশিল্পের শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করেছে সৌদি আরব। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে মেসি জেদ্দা পৌঁছান। তাকে স্থানীয় ঐতিহ্যে বরণ করে নেয়া হয়। দেশটির হাজার বছরের পুরোনো ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরতে বিভিন্ন ক্যাম্পেইন ও প্রচারণায় অংশ নেবেন আর্জেন্টিনার অধিনায়ক। সে উদ্দেশ্যেই জেদ্দা গেছেন তিনি।
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব এক টুইট বার্তায় লেখেন, 'সৌদি আরবে লিওনেল মেসিকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। এটি মেসির প্রথম সৌদি আরব সফর নয়। নিশ্চিতভাবে এটি তার শেষ সফরও নয়।'
نرحب بليونيل ميسي وأصدقائه في جدة للاستمتاع بعراقة جدة التاريخية وفعاليات #موسم_جدة وجمال البحر الأحمر#ميسي_سفيراً_للسياحة_السعودية pic.twitter.com/ENEToVMmS3
— الهيئة السعودية للسياحة (@SaudiTourism) May 9, 2022
ফুটবল ক্লাব আল-হিলাল এবং সৌদি জাতীয় দলের ফরোয়ার্ড সামি আল-জাবের বলেছেন, মেসিকে সৌদি পর্যটনের শুভেচ্ছাদূত হিসাবে যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োচিত পদক্ষেপ, যা বর্তমানে খেলাধুলার ক্ষেত্রে সৌদি আরবের অবস্থানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উপস্থাপিত করবে।
গত বছর অবশ্য এ ধরনের একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি। সৌদি আরবের পর্যটন বোর্ডের প্রচারে অংশ নিতে তৎকালীন বার্সা অধিনায়ককে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। তবে কী কারণে মেসি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মন্তব্য করুন