- আন্তর্জাতিক
- নিলামে উঠছে গান্ধীর ব্যবহৃত জিনিস
নিলামে উঠছে গান্ধীর ব্যবহৃত জিনিস

নিলামে উঠছে মোহনদাস করমচাঁদ গান্ধীর বেশ কিছু জিনিস। ইংল্যান্ডের 'ইস্ট ব্রিস্টল অকশানস' সংস্থাটির ধারণা, গান্ধীর স্মৃতিবিজড়িত জিনিসগুলো অন্তত পাঁচ কোটি টাকায় বিক্রি হবে। ২০২০ সালে গান্ধীর ব্যবহার করা একটি চশমা আড়াই কোটি টাকায় বিক্রি করেছিল সংস্থাটি।
এ বারের নিলামে রয়েছে গান্ধীর ব্যবহৃত দুটি চশমা, তার হাতে বোনা দু'টুকরো খদ্দরের কাপড়, তার নিজের হাতে বানানো এবং ব্যবহার করা খড়ম, একটি কালির দোয়াত এবং গান্ধীর লেখা বেশ কয়েকটি চিঠি। রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের গান্ধীকে লেখা কয়েকটি চিঠিও।
এ ছাড়া তার বেশ কয়েকটি ছবিও রয়েছে। নিলাম সংস্থার দাবি, তার মধ্যে একটি সম্ভবত গান্ধীর জীবদ্দশায় তোলা শেষ ছবি। সাদা-কালো এই ছবিতে দেখা যাচ্ছে, চারপাইয়ে বসে কথা বলছেন মাহাত্মা গান্ধী, মাথায় টুপি। খবর এনডিটিভির।
মন্তব্য করুন