- আন্তর্জাতিক
- উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ছবি: এনডিটিভি
ভারতের উত্তরপ্রদেশের বৃহত্তর নদীয়ার যমুনা এক্সপ্রেসওয়েতে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত দুই জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের চারজন মহারাষ্ট্রের এবং একজন কর্ণাটকের। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।
এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন এবং আহত ব্যক্তিদের সুচিৎসা নিশ্চিতে গৌতম বৌদ্ধ নগর জেলার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
গৌতম বৌদ্ধ নগর পুলিশের মুখপাত্র এনডিটিভিকে বলেছে, একটি মাহিন্দ বোলেরো গাড়িতে সাত জন ছিলেন। তারা আগ্রা থেকে নদীয়ায় যাচ্ছিলেন। তাদের গাড়িটি জেওয়ার টোল প্লাজার কাছাকাছি পৌঁছলে একটি ময়লাবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ময়লাবাহী ট্রাকটি আটক করা হয়েছে।
মন্তব্য করুন