- আন্তর্জাতিক
- মুক্তি পাচ্ছেন রাজীব গান্ধী হত্যাকারী পেরারিভালন
মুক্তি পাচ্ছেন রাজীব গান্ধী হত্যাকারী পেরারিভালন

এ জি পেরারিভালন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় ৩১ বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন এ মামলায় দোষী সাব্যস্ত এ জি পেরারিভালন। বুধবার এ মামলায় সুপ্রিম কোর্টে শুনানি ছিল।
শুনানি শেষে তাকে মুক্ত করার নির্দেশ দেওয়া হয়। তামিলনাড়ূ সরকার তার মুক্তির জন্য আগেই আবেদন জানিয়েছিল। বিশেষ অধিকার প্রয়োগ করে সেই আবেদন মঞ্জুর করলেন দেশের শীর্ষ আদালত।
তিনি স্থায়ীভাবে কারাগার থেকে মুক্তির আবেদনে লিখেছিলেন, 'আমি ৩১ বছর ধরে জেলে বন্দি অবস্থায় রয়েছি। তাই আমায় এবার মুক্তি দেওয়া হোক।' খবর পিটিআইয়ের।
মন্তব্য করুন