- আন্তর্জাতিক
- ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি যুক্তরাজ্যে
৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি যুক্তরাজ্যে

গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে যুক্তরাজ্য। গত এপ্রিল মাসে দেশটিতে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি পৌঁছেছে ৯ শতাংশে। ১৯৮২ সালের পর থেকে এই হার সর্বোচ্চ। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর এই খবর নিশ্চিত করেছে। বিদ্যমান এই পরিস্থিতিতে ব্রিটিশ পরিবারগুলোকে আরও সাহায্য দেওয়ার বিষয়ে চাপের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রিশি সুনাক। বিশ্বজুড়ে দেশগুলো উচ্চ মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। এর আগে চলতি মাসের শুরুতে ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছিল, চলতি বছরের শেষের দিকে মুদ্রাস্ফীতি ১০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।
অবশ্য কেবল যুক্তরাজ্যই নয়, বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট ক্রমেই স্পষ্ট হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের কারণে আফ্রিকায় খাদ্য সংকট শুরু হয়েছে, যা সামাজিক লড়াইয়ে রূপ নিতে পারে। সব মিলিয়ে বিশ্বজুড়েই এক অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। রয়টার্স।
মন্তব্য করুন