- আন্তর্জাতিক
- ভলোদিমির জেলেনস্কির জীবনী নিয়ে নতুন কমিক বই
ভলোদিমির জেলেনস্কির জীবনী নিয়ে নতুন কমিক বই

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জীবনের গল্প নিয়ে একটি নতুন কমিক বই প্রকাশিত হয়েছে। একজন কৌতুকাভিনেতা থেকে যুদ্ধকালীন নেতা হয়ে উঠার গল্প নিয়ে এই গ্রাফিক উপন্যাসটি বের করেছে টাইডাল ওয়েব কমিকস প্রকাশনী। বইটির নাম দেওয়া হয়েছে, পলিটিক্যাল পাওয়ার: ভলোদিমির জেলেনস্কি।
চকচকে ২২ পৃষ্ঠার এই কমিকটি বুধবার প্রকাশ করা হয়েছে। এতে জেলেনস্কির জীবনের গল্প, যিনি এক সময় টেলিভিশন শোতে প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেছেন এবং ২০১৯ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন তার গল্প বলা হয়েছে। তিনি যখন দেশটির ষষ্ট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তখন তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। খবর আল-জাজিরার।
বইটির লেখক মাইকেল ফ্রিজেল বলেন, আমি যখন বইটি লেখার জন্য কাজ শুরু করি তখন তিনি কে? কি তাকে এমন করে ফেলেছে? এই মুহূর্তে তিনি কেন ইউক্রেনের জন্য উপযুক্ত নেতা- এসব বিষয়ের ব্যাপারে কৌতূহলী হয়েছিলাম।
গ্রাফিক এই উপন্যাসটির ছবি এঁকেছেন শিল্পী পাবলো মার্টিনেনা। ডেভিড বেকহ্যাম, নেলসন ম্যান্ডেলা এবং ডোনাল্ড ট্রাম্পের আত্মজীবনীমূলক বইয়ের ছবিও তিনি এঁকেছিলেন।
এদিকে বইটির প্রকাশনীর পক্ষ থেকে বলা হয়েছে, বইটির বিক্রি থেকে আসা অর্থের একটি অংশ রেডক্রসে দান করা হবে।
মন্তব্য করুন