জর্জ ডব্লিউ বুশ যে আট বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তখন প্রায়ই মুখ ফসকে নানা মন্তব্য করে ফেলতেন। এখনো যেন সেই অভ্যাস তার কিছুটা রয়েছে। বুধবার যখন টেক্সাসের ডালাসে রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করছিলেন তখনো তেমনিভাবে মুখ ফসকে এক মন্তব্য করে বসেন। পরে অবশ্য তিনি সংশোধনও করেছেন। 

ডব্লিউ বুশ বলেন, রাশিয়ায় ক্ষমতার ভারসাম্যহীনতার ফলে ইরাক আগ্রাসনের একক সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং নৃশংস। 

যদিও সঙ্গে সঙ্গে তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং সংশোধন করে বলেন, ‘মানে আমি ইউক্রেনের কথা বলছি’। তবে তার এই মন্তব্যে যে হাজার হাজার মিম তৈরি হবে এটা নিশ্চিত। খবর দ্য গার্ডিয়ানের। 

ডব্লিউ বুশই ২০০৩ সালে ইরাক আগ্রাসনের অনুমোদন দিয়েছিলেন। ওই আগ্রাসনের অজুহাত ছিল ইরাকের কাছে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র রয়েছে। যদিও কোনোদিন সেই অস্ত্র ইরাকে পাওয়া যায়নি। দীর্ঘ ওই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষকে বাস্তুচ্যুত করেছে।