ইউক্রেনের পশু-পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে কয়েক হাজার ডলার সংগ্রহ করেছে স্টেপান নামের একটি বিড়াল।

আর এ কাজের স্বীকৃতি হিসেবে ইউক্রেনীয় বিড়ালটি জিতে নিয়েছে 'ওয়ার্ল্ড ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড ব্লগার্স অ্যাওয়ার্ডস' নামের আন্তর্জাতিক পুরস্কার। খবর সিএনএনের। 

স্টেপান ইন্টারনেট দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয়। ইনস্টাগ্রামে প্রাণীটির ১৩ লাখ ফলোয়ার আছে।  

স্টেপান ও এর মালিক আনা ইউক্রেনের খারকিভের বাসিন্দা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর এক সপ্তাহ পর স্টেপানকে নিয়ে দেশ ছাড়েন আনা। বর্তমানে পোষা বিড়ালের সঙ্গে ফ্রান্সে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই ইউক্রেনের পশু-পাখিদের আশ্রয়কেন্দ্র ও চিড়িয়াখানার জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে স্টেপানের অ্যাকাউন্টের মাধ্যমে।  

পুরস্কার পাওয়ার পর পুরস্কারের সঙ্গে স্টেপানের ছবি পোস্ট করা হয়েছে এটির অ্যাকাউন্টে। পোস্টের ক্যাপশন ছিল, 'সবাইকে ধন্যবাদ! আমি খুব, খুব খুশি।'