- আন্তর্জাতিক
- পুতিনমিত্র লুকাশেঙ্কো বললেন, পশ্চিমারা ইউক্রেনকে ভাঙার চেষ্টা করছে
পুতিনমিত্র লুকাশেঙ্কো বললেন, পশ্চিমারা ইউক্রেনকে ভাঙার চেষ্টা করছে

আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি: আল-জাজিরা
রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের মিত্র, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, পশ্চিমারা ইউক্রেনকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করছেন।
এ ছাড়া তিনি পোল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ইউক্রেনের পশ্চিম অংশ দখল করতে চাইছে পোল্যান্ড। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।
এদিন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠককালে এসব মন্তব্য করেন লুকাশেঙ্কো। বৈঠকটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
লুকাশেঙ্কো বলেন, পশ্চিম ইউক্রেন দখল ঠেকাতে শেষ পর্যন্ত কিয়েভকে সাহায্য চাইতে হবে। তবে তিনি তার এসব মন্তব্যের ব্যাপারে কোনো প্রকার তথ্য প্রমাণ দেননি।
মন্তব্য করুন