- আন্তর্জাতিক
- বাড়িতে দাদিকে গুলি করে স্কুলে আসেন টেক্সাসের ওই বন্দুকধারী
বাড়িতে দাদিকে গুলি করে স্কুলে আসেন টেক্সাসের ওই বন্দুকধারী

ছবি: সিএনএন
যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাথমিক স্কুলে গুলি চালানো সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত করেছে দেশটির পুলিশ। ধারণা করা হচ্ছে, এই বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, বন্দুকধারী ১৮ বছরের এক কিশোর, নাম সালভাদর রামোস।
সিএনএন জানায়, সালভাদর রামোস স্কুলে আসার আগে বাড়িতে তার দাদিকে গুলি করে আসেন। ওই নারীর অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেক্সাসের দক্ষিণে উভালডে এলাকায় রব এলিমেন্টারি স্কুলে মঙ্গলবার দুপুরের দিকে এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছেন। নিহত শিশু শিক্ষার্থীদের বয়স ৭ বছর থেকে ১০ বছর।
টেক্সাসের পাবলিক সেফটি বিভাগের সার্জেন্ট এরিক এসট্রাডা বলেছেন, বন্দুকধারীকে স্কুলের সামনে একটি গাড়ি থেকে নামতে দেখা গেছে। তার কাছে রাইফেল ও ব্যাকপ্যাক ছিল।
মন্তব্য করুন