- আন্তর্জাতিক
- প্রতিবেশী দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত রাখবে ভারত
প্রতিবেশী দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত রাখবে ভারত

ছবি: বাসস
প্রতিবেশী ও গুরুতর প্রয়োজন রয়েছে এমন দেশ এবং দুর্বল দেশগুলোতে ভারত গম রপ্তানি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।
বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ভারতের গম রপ্তানি বিশ্ব বাণিজ্যের ১ শতাংশের কম এবং আমাদের রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্ববাজারকে প্রভাবিত করবে না। খবর বাসসের।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, মন্ত্রী বলেছেন যে ভারত গুরুতর প্রয়োজন রয়েছে এমন, বন্ধুত্বপূর্ণ ও ক্রেডিট লেটার রয়েছে এমন দেশগুলোতে গম রপ্তানির অনুমতি অব্যাহত রাখবে।
গোয়েল বলেন, এ বছর গম উৎপাদন ৭-৮ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা ছিল। কিন্তু তীব্র তাপ প্রবাহের কারণে ফসল আগাম কাটতে হয়। উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা যা উৎপাদন করছি তা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য যথেষ্ট।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক গমের বাজারে ভারত কখনই নিয়ন্ত্রক ছিল না এবং মাত্র দুই বছর আগে গম রপ্তানি শুরু করে। গত বছর ৭ এলএমটি গম রপ্তানি করা হয় এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর গত দুই মাসে বেশিরভাগ গম রপ্তানি করা হয়েছে।
India wheat exports are less than 1% of world trade and our export regulation should not affect global markets. We continue to allow exports to vulnerable countries and neighbors. pic.twitter.com/N61929BNt5
— Piyush Goyal (@PiyushGoyal) May 25, 2022
প্রসঙ্গত, গত ১৪ মে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। সেদিন থেকে তাৎক্ষণিকভাবে ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়।
মন্তব্য করুন