- আন্তর্জাতিক
- পারস্য উপসাগরে গ্রিসের দুই জাহাজ জব্দ করেছে ইরান
পারস্য উপসাগরে গ্রিসের দুই জাহাজ জব্দ করেছে ইরান

পারস্য উপসাগরে গ্রিসের দুই জাহাজ জব্দ করেছে ইরান। গ্রিসের উপকূলে আটক করা একটি ট্যাংকারের ইরানি তেল যুক্তরাষ্ট্র বাজেয়াপ্ত করায় পাল্টা পদক্ষেপ হিসেবে শুক্রবার এ 'শাস্তিমূলক ব্যবস্থা' নিয়েছে দেশটি।
এক বিবৃতিতে ইরানের রেভল্যুশনারি গার্ডস বাহিনী জানিয়েছে, পারস্য উপসাগরের জলসীমা লঙ্ঘনের দায়ে দুটি গ্রিস ট্যাংকার জব্দ করেছে রেভল্যুশনারি গার্ড নৌবাহিনী। খবর আল-জাজিরার।
গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের উপকূল থেকে ২২ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাওয়ার সময় গ্রিসের পতাকাবাহী জাহাজ ডেল্টা পোসেইদনে ইরানের নৌবাহিনীর একটি হেলিকপ্টার এসে নামে আর ক্রুদের জিম্মি করে, তাদের মধ্যে দুইজন গ্রিসের নাগরিক।
ইরানের কাছে গ্রিসের পতাকাবাহী আরেকটি নৌযানেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা, তবে জাহাজটির নাম জানায়নি।
মন্তব্য করুন