- আন্তর্জাতিক
- শ্রীলঙ্কায় এমপির বাড়ির নিরাপত্তারক্ষীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় এমপির বাড়ির নিরাপত্তারক্ষীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ছবি: দ্য ডেইলি মিরর
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় জাফনা জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ সুমন্থিরানসের কলম্বোর ওয়েলওয়াট্টার বাড়িতে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করা এক সৈনিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে ওয়েলওয়াট্টার দায়া সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ২২ বছর বয়সী ওই সৈনিক দেশটির নুয়ারা এলিয়া জেলার ওয়ালাপানে গ্রামের বাসিন্দা। শনিবার শ্রীলঙ্কার দ্য ডেইলি মিরর এই খবর দিয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা ধারণা করছেন ওই সেনা টি৫৭ রাইফেল দিয়ে নিজেই নিজেকে গুলি করেছেন। ওই এমপির বাড়িতে দায়িত্ব পালন করতে আরও সাত সেনাকে পাঠানো হয়েছিল বলেও জানায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত করছে।
মন্তব্য করুন